বাঙ্গালি এখন 'নিরস তরুবর '
বাঙ্গালি ভুলে গেছে বর্ণমালায় কটি বর্ণ আছে !
আজ ওরা বড় যান্ত্রিক ---
কিছু বোকা শব্দ ভরেছে শব্দকোষে ,
হাবা বব্বর জানে না স্বাগত সাক্ষাত্কার ;
ভারী তকমাটা ঘাড়ে নিয়ে চলে চাকরির খোঁজে l
নিজেকে বিকোতে বিকোতে
নিজেই হয়েছে কমদামী ,
বস্ নিংড়ে নিচ্ছে জাঁতাকলে
বাঙ্গালির ভাঁড়ারের রস l
আমাদের গ্রাম বাংলায় কাক কমে গেছে ,
বাঙ্গালি শুকিয়ে হয়েছে পোড়া কাঠ ;
মিষ্টি কথা ওদের মা ও জানে না এখন -
ওরা আজ কর্কশ দাঁড়কাক !
আরে বাংলার শিক্ষক পড়াতে গিয়ে তোতলায় -
সংস্কৃতের বুড়ো আঙুলে দেয় বৃথা চুম ,
মনে পড়ে যায় -"শুষ্কং কাষ্ঠং '' --
বাংরেজি , হিংরেজির কণ্ঠ আভরণে
বাঙ্গালি এখন "নিরস তরুবর " ;
কত শত ইংরেজি বলে - তা হয়তো পৃষ্ঠা কয়েক ,
বাংলার প্রয়োজন হলে বুকে রেখে হাত
অসহায়ে করে কোঁৎ কোঁৎ !