হয়তো তুমি এখনো ভাবছো যে
তোমার কথা ভেবেই আমার দিন যায় ,
একটা অসম্পূর্ন রাস্তার কিনারায়
হাত ছেড়ে গিয়েছিলে উড়ে
ভেবেই নিয়েছিলে আমি সেখানেই
হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি ---
বলে গিয়েছিলে-- তুমি চলে গেলে,
আমি সেই বিরহে অন্ধ হয়ে যাবো !
বাই দ্য ওয়ে আমি সুস্থ আছি
তোমার অসুস্থ সম্পর্কের টানাপড়েন
থেকে আমায় মুক্তি দেওয়ার জন্য
মেনি মেনি থ্যাংকস টু ইউ --
না,আমি কোনও নির্ঘুম রাতে
তোমার স্মৃতি আঁচড়াই না !
শুধু মাঝে মাঝে
ভোর রাতে তোমার অনাবৃত শরীর মনে পড়ে যায় !
0 comments:
Post a Comment