তনুশ আচার্য্য
সুর্যদেবকে কাচকলাটা দেখিয়ে
বহুদিন ধরে ফ্রোজেন হৃদয় ফেলেছি এবার গলিয়ে
তোমার জন্য হাজারটা না
তুমি আমার হতে পারো না
এটা বার বার বলেও শেষে
নিজেকে দিয়েছি বিলিয়ে
দুচার মাসেই চেহারা তোমার বদলেগেছে একি
চরিত্র বিষয়ে গুজব আজ সত্যি হল দেখি
তুমি মাছ হয়ে নিজে বিড়ালের খোঁজে হন্যে হবে ভাবিনি
মা গুনেই মেয়ে হয় প্রবাদ হলেও মানিনি
তোমার ওকাত দোশ দেব না আমার ভাগ্য ফের
একদিন কেটে যাবে রেশ তোমার বাজারি প্রেমের
0 comments:
Post a Comment