তুই একদল সৈন ছাড়াই আসিস আমার কাছে
বুকে এক ওড়না ঢেকে
বসিস আমার পাশে ।
কোনো কথা না বলেই
থাকিস শুধু চেয়ে
যেমন করে বসে এসে
নতুন একটা মেয়ে
ভয় পাসনা!
পিছিয়ে পড়া প্রেমিক আমি যদি,
তবুও তোর শরীর আমি ছোঁবনা ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এমনিতর বাসন্তী রাতে যদি এমন রূপে দেখি।
যেন প্রেমে পড়ার দারুণ লজ্জাতে শুধুই চেয়ে থাকি।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হৃদয় নদে ভাটির টান কাঁটালতার অভিমান
ব্যথাগুলো জমছে চিঠির খামে ।
ভুলে থাকার মিছেই ভান নির্ভীক প্রেম অভিযান
আজ একটি গোলাপ শুধুই তার নামে ।।
0 comments:
Post a Comment