F টিকিট বুকিং রেখো - এইতো আমি

টিকিট বুকিং রেখো

তোমাকে খুশি দেখতে নিজের খুশি ভুলেছিলাম ,
কিন্তু তুমি বড়ো অদ্ভুতভাবে পরিবর্তনশীল , 
তোমার পছন্দ বদলায় নতুন পোশাকে রং চটে যাওয়ার মতো !
আজ নিজেকে দেওয়ার মতো সময় নেই ,
নাছোড়বান্দা প্রেমিক হঠাত্ 
হাত পা নিয়েছে গুটিয়ে 
অনাদরের রাস্তা থেকে ; 
সরে গিয়েছে দৃষ্টির বাইরে -
এক আলাদা জগতে যার 
আসে পাশে তোমার চিহ্ন নাই !

স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে ,বড্ড ভিড়  , এবার পরজনমে আগাম টিকিট বুকিং রেখো -

লোকাল অথবা রিজার্ভেশন , যেকোনো এক কামরায় হঠাত্ 
আবার দেখা হবে l

CONVERSATION

0 comments:

Post a Comment