F স্বপ্ন - এইতো আমি

স্বপ্ন

        

প্রেমের উড়ান বন্দর থেকে 
স্বপ্ন গুলো হয়েছে হাইজ্যাক ,
মাথার কাছে পেইনকিলার রেখে -
ঢোক গিলি যন্ত্রণার 'র -প্যাক ' l 

উইন্ডোর ফাঁকে চাঁদ কাঁদে 
সাদা উইড'র মতো -
ঘিরে ধরে পেড়ে ফেলে ফাঁদে 
সাদা কালো স্কাল যতো !

রেস চলে অনন্ত শুধু সময় 
কম পড়ে যায় -
পাঁচিলের ওপার থেকে বুঝি 
আবার পথ চলা যায় l

CONVERSATION

0 comments:

Post a Comment