F গোলা_বারুদের_কাব্য - এইতো আমি

গোলা_বারুদের_কাব্য

//#গোলা_বারুদের_কাব্য //

           
শুনছেন , 
কাব্যের মিসাইল এখন ফাটতে দেরি -
ভাবনার বারুদে ঝরে পড়েছে 
অনাকাঙ্খিত সপসপে বেদনার জল !

একটু দেরি করুন -
কিছুক্ষণ কনসেন্ট্রেশন এর বড়ো প্রয়োজন ,
খাতার উপর লাইনের পর লাইন 
ঢালাই করতে একটু সাধারণের বাইরে 
চাক্ষুস দৃষ্টি লাগে l 

মনের মধ্যে কবিতা আসাটা একটা 
অতর্কিত গরিলা আক্রমণ !
প্রস্তুত কিংবা অপ্রস্তুত উভয় 
মুহুর্তেই উদয় হবে আর 
ঘাড় ধরে আজ্ঞাবহ সৈনিকের দিয়ে 
গড় গড় করে লিখিয়ে নেবে l 

এতক্ষণে বুকের উষ্ণতায় বারুদ 
হয়েছে গরম , এবার কলম কামানে 
গোলা দাগা হোক l 

ভয় নেই এ যুদ্ধে সবাই অক্ষত থাকবে ,
কেউ মরবে না l 

মৃত্যুঞ্জয়ীরাই কাব্য যুদ্ধে সামিল হয় ,
এ যুদ্ধে জীবিত কাপুরুষতার কোন 
স্থান নেই l 

মিসাইলও গরম এবার শীতল আগুন ঢালা হোক l

CONVERSATION

0 comments:

Post a Comment