F Bithika - এইতো আমি

Bithika

*** বীথিকা ***

        
   

           (১)

সরল তরল তোলে কলতান 
দেখে তোমাকে ,
ললিত সিক্ত তুলিতে পটে 
শিল্পী ছবি আঁকে l 

তুমি কোনো এক সুপ্রভাতে 
স্নিগ্ধ কুসুম করবী ----
সামনে তোমায় না দেখেও 
হৃদয়ে আঁকি ছবি l 

মরুর মাঝে হঠাৎ তরুর ছায়া 
সৃজিত করে আবার বাঁচার মায়া 
তারি শাখে ফোটা তুমি 
এক প্রেম ফুল ,
হৃদয় শিখরে দুলিছ 
ভরিয়া কুল ---
অজানা নয় যেন তুমি চেনা l 

                   (২)

বসন্তের রাঙা পলাশ আমি 
তুমি তো বীথিকা ,
ফাগুনের আগমনে তোমার হৃদয়ের 
চাই প্রবেশিকা l 

আমার ভিড়েছে তরী তোমার 
প্রেমের ঘাটে ,
বুঝি বসন্ত প্রণয় নীরে পরশ 
আমার বাটে l 

কে যেন প্রফুল্লা স্বরে 
গেয়ে গেলো গান ,
দূরে তবু বড় কাছে 
জাগরিত প্রাণ l 

রাত জাগা দুটি চোখ 
তোমাকেই খোঁজে ,
অনেক স্বপ্নের ঘর বাড়ি 
কল্পনা মাঝে l 
প্রেমের নিদ্রাদেশে তুমি 
হয়তো বা আছো জেগে ,
সহসা দোলে কি মন 
একবার মিত অনুরাগে ll

CONVERSATION

0 comments:

Post a Comment