F Tanush Acharya - এইতো আমি

Tanush Acharya

হয়তো বা হাতটাই হয়েছে বদল 
হাল টানে আন কোনো মাঝি ,
যখন বর্ষা নামে নদী জোয়ারে উতল 
তখন তোমার বুকে সাদা পাল সাজি l 
কামনার লাল রুমালে মুখ মোছ তুমি ,
নব প্রেমিকের চুম্বনের পরে ; 
মুছে যাই তোমার খুশির জল আমার চোখে --
সেই সাদা রুমালটা ভাঁজ করে l

                

CONVERSATION

0 comments:

Post a Comment