F অজানা যাত্রাপথে - এইতো আমি

অজানা যাত্রাপথে

 

              

আমি লক্ষ্যহীন গন্তব্যের দিকে 
কালব্যাপী হেঁটে চলেছি , 
কতো জলাশয় থেকে 
নদী সমুদ্র পার হয়েছি -
তবুও ভেজেনি গাত্রচর্ম , 
শুধু কিছু নুড়ি পাথরের আঘাতে পীড়িত হয়ে -
চোখ থেকে এতো ঝরে গেছে জল ! 
তার চেয়ে সমুদ্রের নোনাজল 
বুঝি কম ছিল পরিমাণে l 

11/03/16

CONVERSATION

0 comments:

Post a Comment