কারুর মুখের কথাটাই যদি
সত্যি কথা দেওয়া হতো
তাহলে সেদিন কথার শেষ হতো না !
মুখ থেকে আবেগের বশে
ভবিষ্যতে বর্তমান থাকার
কথা বলাটাই যদি
অঙ্গীকার হতো তাহলে -
মিথ্যে বলার জন্য
অঙ্গই বিকল হয়ে যেত ;
মুখের কথা দিয়ে বিশ্বাসকে
গভীর করার জন্য যদি
দিব্যি খেতে হয় তবে
তা প্রতিশ্রুতি নয় ,
এ বড়ো কঠিন অধ্যায়
যদি সত্যই প্রতিশ্রুতি রাখতে হয়
তবে তাকে আমৃত্যু বহন করে
প্রমাণ করে দিতে হয়
আত্মার প্রতিশ্রুতি,
আগে মুখের কথায়
ভ্রষ্টাচার করে অনির্দিষ্টকালের
জন্য ব্যাথার পরিখায়
কাউকে ডোবানোর কোন প্রয়োজন নেই ;
যার জন্য প্রতিশ্রুতি তার
প্রামাণ্য ধ্বনিত হবে
তার হৃদয়ের কোটরে l
0 comments:
Post a Comment