কেনো ভালো আছিস কেনো ?
কষ্ট পেতে চাস না ?
এই যে ভালো আছিস,
কষ্টে থাকার অপেক্ষায় ভালো আছিস ।
যে সুধাক্ষেত্র রন্ধ্রে রন্ধ্রে পোষা আছে,
তার বিন্দু বিন্দু আগে নিজে খাবি
তারপর উদবমন করে অন্যকেও খাওয়াবি !
অপেক্ষা কর,
আশাহত হয়ে শুধুই আমার বুকে
কিল চড় মেরে যাস ---
মাথায় মাথা মারিস, তোর কাটা মাথা
আমি ভালোবাসার অ্যালকোহলিক সূঁচ
আর চিদানন্দের বিনিসুতোয় সেলাই করি ।
তোর ব্যথা গুলো বকল্মা নিয়ে
আমি কার্বনের রাত জাগি,
তুই ঘুমিয়ে পড়িস আমার দেওয়া ইলিউশানে ।
তুই উইপোকার মতো আমার হৃদয়টা
প্রায় দিন কুরে কুরে খাস
তবুও জানি তুই ঘর বানাবি
কাঠের ভুসির ময়দানে
......
0 comments:
Post a Comment